বাঘাইছড়ি উগলছড়ি বিল এলাকায় গাঁজা সহ ৪ জন আটক

প্রকাশঃ ২৯ জুনe, ২০২৪ ১১:৪৭:১১ | আপডেটঃ ২০ জানুয়ারী, ২০২৫ ০১:৪৯:২৮

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০/১৫ হাজার টাকার মূল্যের গাঁজা সহ জনকে আটক করে পুলিশ।

 

শুক্রবার (২৮ জুন) রাত টার দিকে বাঘাইছড়ি পৌরসভাস্থ উগলছড়ি ব্রিজ এলাকা থেকে বাঘাইছড়ি থানার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ১৫৫ গ্রাম গাঁজাসহ জন আসামি গ্রেফতার করেন।

 

উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আটককৃতরা হলেন, হাসিবুর হোসেন (২৪), পিতা- রুহুল আমিন, সাং- উগুলছড়ি ০৯ নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা। সাদেক হোসেন রিয়াদ (২০), পিতা- মোঃ ফারুক, সাং- থানা কলোনী,০৫ নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা। মোঃ জাবেদ (২১), পিতা- জসিম উদ্দিন, সাং- উগুলছড়ি ০৯ নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা। মজিবুর রহমান (২০), পিতা-মোঃ ছিদ্দিক, সাং- কলেজ পাড়া, ০৩ নং ওয়ার্ড,বাঘাইছড়ি পৌরসভা।

 

বাঘাইছড়ি ওসি ইশতিয়াক আহমেদ জানান, আমরা গোপন সূত্রে জানতে পেরে আমাদের টিম সেখানে অভিযান চালায় এবং গাঁজা সহ জনকে গ্রেপ্তার করে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। এছাড়াও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

 

ইতিমধ্যে উগলছড়ি বিল স্থানটি নিউজিল্যান্ড বিল নামে বেশ পরিচিতি পেয়েছে। বিকেল হলে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে এসেছে বহু মানুষ। দূর দূরান্ত থেকেও আসছে পর্যটক। উগলছড়ি বিল ধীরে ধীরে যেন পর্যটক স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে বেশ। আসে পাশে বিলের মাঝে পানি, সন্ধ্যা হতে সূর্যাস্ত উপভোগ করেন পর্যটকরা।