কাপ্তাইয়ের কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

প্রকাশঃ ২৬ জুনe, ২০২৪ ০৭:১২:১৬ | আপডেটঃ ২০ জানুয়ারী, ২০২৫ ০৩:০০:৫৩

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। রাঙামাটির  কাপ্তাই উপজেলার নং রাইখালী ইউনিয়ন এর  কারিগরপাড়া- ভালুকিয়া সড়কের কারিগর পাড়া  বাজার নামক স্থানে  জীপ উল্টে গিয়ে ঘটনাস্থলে জন নিহত এবং জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌণে চারটার দিকে  এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম। 

নিহত ইমন(১৯) রাইখালী ইউনিয়ন এর ফুলতলি মুসলিম পাড়া এলাকার মোবাহারম এর পুত্র


এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা(২৮) এবং মো: সাকিব(২২নামে দুই জন আহত হয়েছেন।

 

গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ীর চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানান। 

 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি জীপ  গাড়ি   লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময়  কারিগরপাড়া এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে  উল্টে  গিয়ে মোঃ ইমন ঘটনাস্থলে  মৃত্যুবরণ করেন। এবং নুর আলম  বাছা ড্রাইভার মোঃ সাকিব গুরুতর আহত হন।

 

এদিকে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে চন্দ্রঘোনা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। 

 

 

 চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান,নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।