প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে লংগদুতে ১২৬ পরিবারের মুখে হাসি

প্রকাশঃ ১২ জুনe, ২০২৪ ০১:৪৮:৩৮ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১১:০১:৩৯

সাকিব আলম মামুন, সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে সারাদেশে একযোগে ১৮হাজার ৫৬৬টি উপহারের ঘর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে আশ্রয়ণ প্রকল্প- এর আওতাধীন ভূমি-গৃহহীন ১২৬টি পরিবারের মাঝে জমি গৃহ হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

 

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এসব উপহারের ঘর হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খানসহ উপকারভোগীরা বক্তব্য রাখেন।

 

উপকারভোগীরা জানান, প্রধানমন্ত্রীর চেষ্টায় পাহাড়ের দুর্গমতা কাটিয়ে পার্বত্যাঞ্চলও এখন আধুনিকতায় এগোচ্ছে। গ্রাম হবে শহর সে- কথাই বাস্তবায়ন হচ্ছে। ঈদের ৫দিন আগে নতুন ঘর বুঝে পেয়ে আনন্দঘণ পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।

 

জেলা প্রশাসক মোশাররফ হোসেন বলেন, আধুনিক লংগদু বিনির্মাণে বর্তমান সরকার সকল প্রকার উন্নয়ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে পার্বত্যবাসীকে। লংগদুর জনগোষ্ঠীকে আরো অগ্রসর করতেই ১২৬টি উপহারের ঘর দিয়েছেন। পর্যায়ক্রমে আরো দেয়া হবে এবং উপজেলাকে ভুমি গৃহহীন মুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, লংগদুর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নানিয়াচরের সঙ্গে সড়ক পথের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে।

 

জমি-গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।