নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র সাথে ডাকাতদলের বন্দুক যুদ্ধ, গুলিবিদ্ধ ১

প্রকাশঃ ০৪ জুনe, ২০২৪ ০৭:২৮:২২ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৫:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিজাম ডাকাত চোরাকারবারি সিন্ডিকেটের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে, এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩ জুন) ভোর ৬ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পার্শ্ববর্তী কক্সবাজারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর মালাকাটা ঘোনায় এ ঘটনা ঘটে।

বিজিবির সুত্রে জানা যায়, চোরাকারবারিরা ইয়াবা পাচার করছে খবর পেয়ে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল-দল অভিযান পরিচালনা করে। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আত্ম-রক্ষার্থে বিজিবি’র সদস্যরা গুলি করতে বাধ্য হয়, এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

আরো জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৫০-৬০ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট এবং ২০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল বিষয়টি নিশ্চিত করেছেন।