ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে এল. এ শাখার চেক বিতরণ

প্রকাশঃ ০৩ জুনe, ২০২৪ ০৫:৪৮:০৩ | আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ০৬:২৮:২১
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান।  বান্দরবান  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত  এক ব্যক্তির মাঝে এল. চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসন সূত্র জানায়, রুমা উপজেলাধীন আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের জন্য এস এম আব্দুল মান্নানের মালিকানাধীন জমির অধিগ্রহণ বাবদ ৯৭ লক্ষ হাজার টাকা এবং গাছপালার ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ১৭ হাজার  টাকা সর্বমোট কোটি ২৩ লাখ টাকা প্রদান করা হয়েছে 

 

সময় অন্যান্যের মধ্যে অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট চাই থোয়াইহ্লা চৌধুরী সহকারী পুলিশ সুপার  ডিএসবি ছালাউদ্দিন আহমেদ বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন