ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে এল. এ শাখার চেক বিতরণ
প্রকাশঃ ০৩ জুনe, ২০২৪ ০৫:৪৮:০৩
| আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ০৬:২৮:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
ভূমি
অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির মাঝে
এল.
এ
চেক
বিতরণ
করা
হয়েছে। জেলা
প্রশাসক শাহ
মোজাহিদ উদ্দিন
প্রধান
অতিথি
হিসেবে
উপস্থিত থেকে
এ
চেক
বিতরণ
করেন। জেলা
প্রশাসন সূত্র
জানায়,
রুমা
উপজেলাধীন আনসার
ব্যাটালিয়নের সদর
দপ্তর
স্থাপনের জন্য
এস
এম
আব্দুল
মান্নানের মালিকানাধীন জমির
অধিগ্রহণ বাবদ
৯৭
লক্ষ
৫
হাজার
টাকা
এবং
গাছপালার ক্ষতিপূরণ বাবদ
২৬
লক্ষ
১৭
হাজার
টাকা
সর্বমোট ১
কোটি
২৩
লাখ
টাকা
প্রদান
করা
হয়েছে।
এ
সময়
অন্যান্যের মধ্যে
অতিরক্ত জেলা
প্রশাসক সার্বিক উম্মে
কুলসুম,
অতিরিক্ত জেলা
প্রশাসক রাজস্ব
এস
এম
মঞ্জুরুল হক,
অতিরিক্ত জেলা
ম্যাজিষ্ট্রেট চাই
থোয়াইহ্লা চৌধুরী
সহকারী
পুলিশ
সুপার
ডিএসবি
ছালাউদ্দিন আহমেদ
ও
বান্দরবান পৌরসভার মেয়র
মোহাম্মদ সামসুল
ইসলাম
সহ
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।