প্রকাশঃ ৩০ মে, ২০২৪ ০৬:৫৫:১৮
| আপডেটঃ ২৫ জানুয়ারী, ২০২৫ ১২:৩৬:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ষষ্ঠ ধাপে তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে লংগদুতে বাবুল দাশ বাবু ও নানিয়ারচরে অমর জীবন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
লংগদু : লংগদু উপজেলায় আনারস প্রতীকে বাবুল দাশ বাবু পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রকিব হোসেন ও ফাতেমা জিন্নাহ।
নানিয়াচর:নানিয়াচরের ১৪টি ভোটকেন্দ্রের সবকয়টি ফলাফলে ৬,১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের অমর জীবন চাকমা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন ৪.১৬২টি। বতর্মান চেয়ারম্যান প্রগতি চাকমা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩২ ভোট।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের সুজিত তালুকদার ৭,৪০৮জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের বিনয় কৃষ্ণ চাকমা ৬,৬৫৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানে অনিতা চাকমা কলসি প্রতীকে ১০১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন।