পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃত্বে নিপুন-রুমেন ও সুপ্রিয় তঞ্চঙ্গ্যা

প্রকাশঃ ২২ মে, ২০২৪ ০৫:০৯:৫৪ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪১:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কেন্দ্রীয় পাহাড়ী ছাত্র পরিষদের দুইদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনষ্টিটিউটে  কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শেষ হয় দুইদিনের আনুষ্ঠানিকতা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নিপন ত্রিপুরাকে সভাপতি, রুমেন চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুপ্রিয় তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত পিসিপি কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সহসম্পাদক জুয়েল চাকমা।

সম্মেলন ও কাউন্সিলে প্রায় ৩৫০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।