সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে পিকআপ উল্টে দুর্ঘটনার ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে ৯ জন নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ১০ জনকে আহতাবস্থায় আনার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকী ৬ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জন হাসপাতালে আনার পথে মারা গেছেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে বুধবার সাড়ে ৫ টার দিকে রাঙামাটির সাজেক ইউনিয়নের সীমান্ত সড়কের উদয়পুর নব্বই ডিগ্রি পাহাড় এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক ও পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৪ জনের মরদেহসহ মোট ৯ জন নিহত হয়েছে এ দুর্ঘটনায়। হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলমান।