রাবিপ্রবি’তে শিক্ষকদের রিসার্চ মেথোডলোজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৪ ০৯:২২:২১ | আপডেটঃ ০৮ মে, ২০২৪ ০৭:০৭:৫৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আজ ২৭ মার্চ ২০২৪ খ্রিঃ দিনব্যাপী শিক্ষকদের রিসার্চ মেথোডলোজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে রাবিপ্রবি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক(ইটিএল) ধীমান শর্মা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন