রাঙামাটিতে ২৫ ই মার্চ গণহত্যা দিবস পালিত

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৪ ০২:৫৫:২০ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৭:৪৫:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ২৫ ই মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক মো মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ট্যুরিষ্ট পুলিশ এর পুলিশ সুপার মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মাহমুদ,  অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,প্রবীণ সাংবাদিক সুনিল কান্তি দে সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রথম রাতেই পাক হানাদার বাহিনীর দোসরা অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নিরীহ বাঙ্গালী জাতির উপর ঝাপিয়ে পড়েছিল। হাজার হাজার মুক্তকামী জনতাকে পাকহানাদার বাহিনী হত্যা করে। বক্তারা আরো বলেন আমাদের দেশের উপর বর্বরোচিত হামলার জন্য পাকিস্তান সরকার আজ পর্যন্ত ক্ষমা চায়নি। বক্তারা পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসাবে আন্তর্জাতিক  স্বীকৃতি দেয়ার জন্য দাবী জানান।