পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাঙামাটিতে প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৪ ০১:১১:১৪ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৫৬:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটিতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে রাঙামাটি শহরের বনরুপা বাজারসহ প্রধান প্রধান বাজারগুলোতে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামসহ বাজার কর্মকর্তা, ক্যাব নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজান মাসে জিনিস পত্রের দাম যাতে কোন ভাবে বেড়ে না যায় সেজন্য আমাদের আজকের এই মনিটরিং। ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সর্তক করেছি। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে ভোক্তা সাধারণকে কোন ভাবে বেশি দামে পণ্য ক্রয় করতে না হয় সে বিষয়ে আমরা তদারকি অব্যহত রাখবো। এখন পর্যন্ত রাঙামাটির বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে।