রাঙামাটিতে শুরু হয়েছে ২দিনের বই মেলা

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৩৮:৫২ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান ভাষা দিবস উপলক্ষে বই প্রেমীদের সুবিধার্থে এবং জনসাধারণের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষে রাঙামাটিতে  শুরু হয়েছে  ২ দিনের বই মেলা।

রাঙামাটি জেলা প্রশাসনের শহীদ আব্দুল আলী প্রাঙ্গনে আজ মঙ্গলবার সকালে বই মেলার উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিতা কেটে মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এসময়  দীপংকর তালুকদার এমপি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। বর্র্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষ াবান্ধব সরকার। এই সরকারের আমলেই দেশের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে । এসময় তিনি সকলকে বেশি বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।

এবারের বই মেলায় ১৭টি স্টল নিয়ে বইপ্রেমীরা হাজির হয়েছে এবং আগামীকাল মহান ২২ ফেব্রæয়ারী  সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বই মেলার সমাপ্তি ঘটবে।