প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫২:০৯
| আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ ০৯:৪৩:৫১
রাঙামাটির দূর্গম জুরাছড়ির পাহাড়ের চূড়া বা ঢালু জমিতেপাহাড়ী ছোট পানের বরজ (বাগান) এখন প্রায়ইদৃশ্যমান। এক সময় এসব পাহাড়ে কেবল জুম চাষ হলেও এখন জুমের পাশাপাশি পানচাষও করেছে প্রান্তিক চাষীরা। পাহাড়ে বৃষ্টি শুরু হওয়ার পর পর পানের আবাদ শুরু করেবলে জানান সেখানকার চাষীরা। আবাদের পর এই ছোট পাহাড়ী পান কমবেশী প্রায় সারা বছরই পাওয়া যায়। বাজারে পাহাড়ী ছোট পানের দাম কেজি প্রতি ১৭০ টাকা থেকে ২শত টাকা পর্যন্ত বিক্রী হয়। ভালো দাম পাওয়ায় পান চাষ করে অনেকে আত্মনির্ভরশীল হচ্ছেন এখন।
জুরাছড়ির পানছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ঢালু জমিতে নিজের চাষ করা বাগান থেকে নিয়তি বালা চাকমা তার দুই নাতনি জয়ন্তিকা ও মৈত্রিকা চাকমাকে সাথে নিয়ে পান সংগ্রহ করছে।
ছবি ও প্রতিবেদন- লিটন শীল। ০৭ ফেব্রুয়ারী ২০২৪ইং