সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মিয়ানমার থেকে ছোড়া মটরশেল বিষ্পোরিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ২ জন নিহত হওয়ার ১২ ঘন্টার মধ্যে আবারও মটরশেল এসে পড়েছে বাংলাদেশের ঘুমধুম এলাকায়। গতকাল রাত ১১ টা পর্যন্ত মিয়ানমার থেকে ১১৩ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ার) ভোরে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়া সৈয়দ নূরের বাগানে এসে পড়ে একটি মটারশেল ।
ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল মিয়ানমার থেকে ছোড়া মটরশেল বিষ্পোরণে এক বাংলাদেশি নিহত হওয়ার পর আজ ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি পড়ার মধ্যে একটি মটরশেলও এসে পড়েছে।তবে এতে নতুন কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায় নি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান আজ সকালে একটি মটার শেল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।