শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:১৩:৫৪ | আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ ০১:০৮:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ পরিনত করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের আরো বেশী পড়ালেখায় মনেযোগী হতে হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নই, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।

মঙ্গলবার (৬ ফেব্রæয়ারী) সকাল ১১টায় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দীন তালুকদারসহ বিদ্যালেয়র শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আমাদের আগামী দিনে দেশের সম্পদ আর এই শিক্ষিত জনসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান্নোয়নে বর্তমান সরকার বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, দূর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এতে করে পাহাড়ের মানুষ এখন আর পিছিয়ে নেই। লেখাপড়ায়, আর্থসামাজিক উন্নয়নে পাহাড়ের মানুষ সমানতালে চলছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছে সরকার। পাহাড়ের শিক্ষার্থীরা যাতে ঘরে বসে উচ্চশিক্ষার সুযোগ পায় সেজন্য রাঙামাটিতে মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এতে করে পাহাড়ে শিক্ষার গুণগত মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।