আমীর খসরুকে কারাগারে প্রেরণ করায় স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০১৮ ০৮:১৮:৪৮ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:০৩:৪৭
সিএইচটি টুডে ডট কম ডেস্ক।  চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আইসিটি মামলায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধূরীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়ায় এবং আলাদত প্রাঙ্গণ থেকে নির্বাচারে বেশ কয়েকজন সাধারণ বিচার প্রার্থীদের গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল।

আজ এক বিবৃতিতে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের  সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু নাসের  এক যুক্ত  বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধিনে সাধারণ নির্বাচনের আন্দোলনকে বাধাগ্রস্থ করতেই আমির খসরু মাহমুদকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।

বিবৃতিতে শান্তিকামী সাধারণ মুানুষকে বিরোধীজোটের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান এবং আমির খসরু মাহমুদের অবিলম্বে মুক্তি দাবী করেন।