বাঘাইছড়ির সাজেকে উদয়পুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৪ ০৯:৪১:৩১ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০১:১৭:২৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেকে দুস্থ শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার (২২ জানুয়ারি) সকালে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে কম্বল বিতরণ দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কসস্ট্রাকশন ব্রিগেডের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ২০ ইসিবির উদয়পুর প্রকল্প ক্যাম্প প্রকল্প ক্যাম্প সূত্র জানিয়েছে, এই কর্মসূচির আওতায় সাজেক ইউনিয়নের ৯টি পাড়ার বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র হিসেবে হাজারটি কম্বল ১২০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়

 

কর্মসূচিতে সেনাবাহিনীর ২০ ইসিবির প্রকল্প কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হকসহ সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেজর এইচ এম ইকরামুল হক বলেন, ‘সারাদেশের মতো পাহাড়েও শীতের তীব্রতা বেড়েছে আজ ৯টি পাড়ার মানুষকে হাজারটি কম্বল ১২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে