বীজতলা থেকে ধানের জালা উত্তোলন ও পরিষ্কারে ব্যস্ত কৃষানীরা

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৪ ০৩:৪০:০৪ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৯:৩১:৪৬
গ্রীষ্ম মৌসুম আসার পূর্বেই অস্বাভাবিক ভাবে কাপ্তাই হ্রদের পানি কমায় জেগে উঠেছে ‘জলে ভাসা’ চাষের জমি। প্রতিবছরই এই জলে ভাসা জমিতে বোরোর আবাদ করে থাকেন চাষিরা।জমিতে বোরোর বীজতলা তৈরি ও তা পরিষ্কার করতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষান-কৃষারীরা। জুরাছড়ি উপজেলায় হ্রদের ধারে জেগে উঠা জলে ভাসা জমিতে রোপনের জন্য বীজতলা থেকে ধানের জালা (চারা) উত্তোলন  ও পরিষ্কারে ব্যস্ত দেখা যাচ্ছে পাহাড়ী কৃষানীদের।

ছবি  ও প্রতিবেদন- লিটন শীল। ২০-০১-২০২৪ইং