বাঘাইছড়িতে বাঙালী ছাত্রপরিষদ ও নাগরিক পরিষদের লিফলেট বিতরন

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০১৮ ১২:৩৭:১১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৪২:৪০
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ শুক্রবার বিকাল পাঁচটায় বাঙালী ছাত্রপরিষদ ও নাগরিক পরিষদের নেতারা বাঘাইছড়ি উপজেলা মার্কেট ও চৌমুহনী মার্কেটের সাধারন জনগনকে পার্বত্য অঞ্চল নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সচেতন করে তোলার জন্য লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে  পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন,মায়ানমার ও ভারতীয় ৮২ হাজার পরিবারকে পার্বত্য  চট্রগ্রামে পূর্নবাসন ষড়যন্ত্র  বন্ধ  করে গুচ্ছ গ্রামে  বন্দী ৩৮ হাজার আভ্যন্তরীন উদ্বাস্ত বাঙ্গালী  পরিবারকে পূর্নবাসন করতে হবে।
এই দাবিতে  আজ আমরা পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও  পার্বত্য নাগরিক পরিষদের উদ্যেগে সাধারন মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরন করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,  কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন, বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ আফসার উদ্দীন সহ উপজেলা পৌর শাখা এবং কলেজ শাখার নেতৃবৃন্দ।