ফুরামোনে পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনাতাইয়ের ঘটনায় আটক ১

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৪ ০৬:২৮:৪৮ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১১:৩৫:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সম্প্রতি রাঙামাটিতে জনপ্রিয় হয়ে উঠা ফুরামোন পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মন্টু মারমা (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

পর্যটকের করা মামলায় সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মন্টু মারমা ঘাগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলাবাগান এলাকার পাইসাচিং মারমা এর ছেলে।

মামালার এজাহার সূত্রে জানাযায়, ১৪ জানুয়ারী টিবিমনপাড়া এলাকায় পর্যটকদের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে নেয় একদল অস্ত্রধারী। এঘটনায় ভুক্তভোগীদের অভিযোগরে ভিত্তিতে অভিযানে নামে যৌথ বাহিনী। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাউখালী থানা ও নিরাপত্তাবাহিনীর একটি টিম তাকে আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনার সাথে জড়িত বাকি অজ্ঞাত আসামীদের তদন্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।