রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের বিক্ষোভ

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৪ ০৪:৩১:০৬ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ০৯:০৮:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির জুরাছড়িতে জায়গা বেদখলকারীদের সাথে পাহাড়ীদের তর্কাতকির এক পর্যায়ে মারধরের অভিযোগ এনে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতা কর্মীরা। রোববার বেলা ৩টায় বিক্ষোভ মিছিলটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সভাপতি ¤্রানুচিং মারমা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উলিচিং মারমা, থোয়াইক্য জাই চাকমা ও জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক সুমিত্র চাকমা।

এসময় বক্তারা বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে একের পর এক ভুমি বেদখল হচ্ছে, প্রশাসনের ইন্ধনে বহিরাগতরা এবং পর্যটনের নামে পাহাড়ের ভুমি বেদখল করা হচ্ছে। গতকাল একইভাবে জুরাছড়ি সদরে এক পাহাড়ীর জায়গা দখল করতে গেলে বাক বিতন্ডার এক পর্যায়ে ৫জন পাহাড়ীকে মারধর করা হয় বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়।