মানুষ ভোট ‘বর্জন করেছে’ দাবি করে ধন্যবাদ জানাল রাঙামাটি যুবদল

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৪ ০৬:৫৮:০৬ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১১:৫৪:২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষবর্জন করেছেদাবি করে রাঙামাটিতে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সমতাঘাট এলাকা থেকে বনরূপা বাজারের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করে যুবদল

 

কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সহ-সভাপতি আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, নগর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিমসহ জেলা, নগর, সদর থানা, ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘ সরকারের নৈতিক কোনো বৈধতা নেই দেশ পরিচালনার দেশের মানুষ ডামি নির্বাচনকে বর্জন করে বুঝিয়ে দিয়েছে সরকারের পক্ষে তারা নেই আমরা মানুষকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি