প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০১৮ ১২:৪২:৪৪
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০১:৫৮:৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই লেকে বৃহস্পতিবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে আজ বিকালে নৌকা বাইচ প্রতিযোহিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির। এসময় সামরিক বেসামরিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
রাঙামাটি শহরের শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই লেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বিজয়ী দলকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দলকে ৩০ হাজার এবং তৃতীয় দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।