বাংলা চ্যানেল সাঁতারে খাগড়াছড়ির উজ্জলের হ্যাট্টিক

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৫:০০:৪৮ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:৩২:৪৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সাগর পাড়ি দেয়া নেশা থেকে তৃতীয়বারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল অতিক্রম করলেন পাহাড়ী জনপদ খাগড়াছড়ির জেলা উজ্জল চৌধুরী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল টা ৩২ মিনিটে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকত থেকে সাঁতার শুরু করেন উজ্জল। ঘন্টা ৫৯ মিনিটে ১৬. কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে শেষ করেন

 

আয়োজকরা জানান, ১৮তম আসরের আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার এক্সট্রিম বাংলা। ২০০৬ সালে থেকে আসরের আয়োজন হয়ে আসছে বাংলাদেশে। আসরে জন নারীসহ ৪২ জন সাঁতারু অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

 

উজ্জল চৌধুরী জানান, ২০২১ সাল থেকে টানা তৃতীয়বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন। তার ইচ্ছে একদিন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার। তার স্বপ্নপূরণে যাঁরা সারথী হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 

প্রসঙ্গত, উজ্জল চৌধুরী খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি কালাডেবা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর শেষ করেন