বাংলা চ্যানেল সাঁতারে চবি শিক্ষার্থী লংগদুর সালাহ উদ্দিনের হ্যাট্রিক

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৪:৫৯:৪১ | আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ ০২:০২:৪২

সাকিব আলম মামুন, সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।সাগর পাড়ি দেয়া নেশা থেকে তৃতীয়বারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল অতিক্রম করলেন পাহাড়ি জনপদ রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুর সালাহ উদ্দিন

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৩২ মিনিটে কক্সবাজারের টেকনাফের শাহ্ পরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকত থেকে সাঁতার শুরু করেন সালাহ উদ্দিন। ঘণ্টা ১৫ মিনিটে ১৬. কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে শেষ করেন

 

আয়োজকরা জানান, ১৮তম আসরের আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার এক্সট্রিম বাংলা। ২০০৬ সালে থেকে আসরের আয়োজন হয়ে আসছে বাংলাদেশে। আসরে জন নারীসহ ৪২ জন সাঁতারু অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন

 

সালাহ উদ্দিন জানান, ২০২১ সাল থেকে টানা তৃতীয়বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন। তার ইচ্ছে একদিন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার। তার স্বপ্নপূরণে যারা সারথি হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 

প্রসঙ্গত, সালাহ উদ্দিন পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নে পশ্চিম বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সাইন্স বিভাগ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তরে অধ্যয়নরত

 

Error
Whoops, looks like something went wrong.