জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ​​​​​​​লংগদুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৮:৫৪ | আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ ০৬:৪৩:৪৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিকবৃন্দ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক ২৯৯নং রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার

 

এছাড়া আরও বক্তব্য রাখেন, লংগদু সেনা জোনের মেজর আহামেদ কবির, রাজনগর ৩৭ বিজিবি জোনের উপ অধিনায়ক মো. রসূল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, ৩৮ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মীরবহর শাহাদাত হোসেন, বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহনেওয়াজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আবুল বশর বিক্রম চাকমা বলি, হেডম্যান মো. এখলাছ মিঞা খান, কার্বারী মুজিবুর রহমান প্রমুখ

 

সভায় জেলা প্রশাসক জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, লংগদু উপজেলার ৭টি ইউনিয়নে ২২টি ভোট কেন্দ্রের ১৩৮টি বুথে ৪৩৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। কয়েকটি কেন্দ্রে নেটওয়ার্ক সমস্যায় ওয়ারলেস ব্যবহারের সুবিধা রয়েছে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি আনসার ব্যাটালিয়ন, ভিডিপির পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। কোন ধরনের অনিয়ম যাতে না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি

 

অন্যদিকে জনপ্রতিনিধি বক্তাদের দাবি, দুর্গম প্রত্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ৭০শতাংশ উপস্থিতির জন্য নির্বাচন চলাকালীন সময়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা

 

এসময় লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, সাংবাদিক আরমান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন

 

মতবিনিময় সভা শেষে তারা লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসারদের প্রশিক্ষণ পরিদর্শন করেন

 

Error
Whoops, looks like something went wrong.