ভোটারদের কাছে ভোট আর সবার কাছে দোয়া চেয়েছেন দীপংকর

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৩ ০৫:৪৪:৩৮ | আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ ০৬:৫৪:১০

সাকিব আলম মামুন, সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বেশি গণসংযোগ করছেন দীপংকর তালুকদার। রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত দুইদিনে পাহাড় হ্রদ ডিঙিয়ে চষে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা মিশে যাচ্ছেন জনতার মাঝে। আসন্ন জাতীয় নির্বাচনে তাকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট আর সবার কাছে দোয়া চাইছেন পাহাড়ের বরপুত্র নামে পরিচিত দীপংকর তালুকদার

 

রাজনীতিতে তার যশ খ্যাতি আকাশচুম্বী, তাই তো পাহাড়ের মানুষ তাকে ভালোবেসে ডাকেন রাজা বাবু

 

পাহাড়ে রাজা বাবুর রাজত্ব রাখতে ভোটের মাঠে নেমেছেন তিনি। এরই ধারাবাহিকতায় লংগদু উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার গণসংযোগ, মতবিনিময় পথসভা করেছেন

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সকালে থেকে দিনব্যাপী দীপংকর তালুকদারের সমর্থনে লংগদু উপজেলার তিনটিলা বনবিহার, ডানে লংগদু, আটারকছড়া, করল্যাছড়ি, মাইনীমুখ সদর ইউনিয়নে লিফলেট বিতরণ, পথসভা মতবিনিময় সভা করেন

 

পথসভায় পাহাড়ের শান্তি চুক্তি এগিয়ে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে হবে জানিয়ে দীপংকর তালুকদার বলেন, নানিয়ারচর উপজেলায় সেতু হয়েছে, এই সেতু দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি যেতে লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এটি হয়ে গেলে এই দুই উপজেলাসহ ১০ উপজেলার মানুষ নৌপথ ছেড়ে সড়কপথেই যোগাযোগ করবে। আর এসব উন্নয়নসহ সেতু, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন দেখতে হলে আগামী জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। 

 

সর্বশেষ তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শান্তি চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জানুয়ারি ভোট প্রার্থনা করেন

 

সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, সাবেক মহিলা সাংসদ জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, সদস্য আশিষ কুমার চাকমা নব, ওয়াশিংটন চাকমা আবু তৈয়ব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারেক সরকার, বর্তমান সভাপতি মো. সেলিম, সহ সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপু, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, মোছা. আছমা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন সহ জেলা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন

 

এর আগে সকালে তিনি উপজেলা সদরের রত্নাংকুর বন বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন

 

Error
Whoops, looks like something went wrong.