বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০১৮ ০৪:০৭:৫৮ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৭:১০:৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার বালাঘাটা আম বাগান হতে আর্দশ পাড়া সড়কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এই সড়ক নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হল আর বর্ষাকালে জলাবদ্ধতা অনেকটাই কম হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

এদিকে বালাঘাটা আম বাগান হতে আর্দশ পাড়া সড়কের উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের  একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এবং এক আলোচনা সভায় অংশ নেয়।
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সদর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো:আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুচিত্রা তংচঙ্গ্যসহ বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শিক্ষীকা , ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।