রাঙামাটিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ২দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৩ ০২:০২:১৭ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০৭:২৮:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন উপলক্ষ্যে  রাঙামাটি সদরের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দু’দিন্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  বুধবার দুপুরে রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন  রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এসময় তিনি  প্রশিক্ষাণার্থীদের বলেন, ৭জানুয়ারী জাতীয় সংসদীয় নির্বাচন ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হবে। এজন্য আপনারা আপনাদের দায়িত্ব সুষ্ঠু ভাবে শেষ করবেন। আপনাদের নিরাপত্তা আমরা দিবো। যে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ,  র‌্যাব, আনসার এবং সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকজন নিয়োজিত থাকবেন। নির্বাচনের পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।

এছাড়াও তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক  বক্তব্য রাখেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরের ৪৬জন প্রিজাইডিং অফিসার, ১৩৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৫০জন পোলিং অফিসার অংশ নিয়েছেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, জাহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার।