রাঙামাটি আসনে ২জনের প্রত্যাহার, লড়াই হবে ৩জনের মধ্যে

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৬:২২:৩১ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০১:৪৪:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি ২৯৯নং আসনের ৫জন প্রার্থীর মধ্যে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় লড়াই হবে ৩ প্রার্থীর মধ্যে।

গত শুক্রবার ১৫ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার ভোটের পরিবেশ না থাকা, শান্তিচুক্তি বাস্তবায়নসহ নানা  অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আজ ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ব্যাক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর।

৫জনের মধ্যে ২জন মনোনয়ন প্রত্যাহার করায় ৩জনের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা করবেন। তারা হলেন - আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার, তৃণমুল বিএনপির মিজানুর রহমান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে।

আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ১৯ ডিসেম্বর থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করবেন।