রাঙামাটিতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৩ ০৫:১৩:০০ | আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০১:৩৫:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় রাঙামাটির ২ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে শহরের তবলছড়িবাজার ও সদর হাসপাতাল এলাকায় অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট শ্রাবণী বিশ্বাস। 

পেয়াজের মুল্য  কোন কোন ব্যবসায়ী ২০০টাকা বা এর বেশী ধরে বিক্রি করছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১০ ও ১ হাজার করে জরিমানা করা হয়। একই সময় পেয়াজের দাম সহনশীল পর্যায়ে রাখতে নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অসাধু ব্যবসায়ীদের মজুদারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।