রাবিপ্রবি’তে শিক্ষকদের আউটকাম বেজড কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৩ ০৩:৫৭:১৫ | আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ ১২:৪৩:১৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আউটকাম বেজড কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে ১৭-১৮ নভেম্বর ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবন একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সিএসই বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা। 

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ রুহুল আমিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিবাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি’র পাঁচটি বিভাগের শিক্ষকগণ এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।