খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০১৮ ০৯:১৪:৫৬ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:৪১:১৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুর নামে পার্বত্য চট্টগ্রামে ৮২ হাজার পাহাড়ী পরিবারকে অবৈধভাবে পুনর্বাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ও গুচ্ছগ্রামে বসবাসকারী লক্ষাধিক বাঙ্গালি পরিবারকে সম্মানজনক ভাবে পুনর্বাসনের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বরে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ জেলা শাখার ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ৮২ হাজার পাহাড়ী পরিবারকে অবৈধভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং বাঙালী গুচ্ছগ্রামে বসবাসকারীদের সম্মানজনক ভাবে পুনর্বাসনের দাবি জানান।