পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৩ ০৪:৫০:৪২ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪২:৩০

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি। আগামী ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার

 

সভায় বক্তারা  পুরো জেলায় পরিবার কল্যাণ সেবা যাতে সুষ্ঠু  এবং সুন্দর ভাবে সফল করা যায় সেই লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন

 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ- পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কন্ট্রাসেফটিক ক্লিনিক এর এডিশনাল ডিরেক্টর ডা: বেবী ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান