প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৩ ০৬:৪৯:৪২
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:১৩:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী একটি পর্যটকবাহী বোটে (ট্যুরিস্ট বোট) আগুন দিয়েছে দুবর্ৃৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুর থেকে আসা ট্যুরিস্টবোটের এই ৬ পর্যটক নিরাপদে রাঙামাটি শহরে ফিরেছেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা ঘুরে কাপ্তাই হ্রদে বেড়াতে এসে তারা এই অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।
রাঙামাটি পর্যটন বোট ঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, ‘শুক্রবার দুপুরে কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দেওয়া হয়েছে। বোটটির মালিক আলাউদ্দীন টুটুল নামের একজন। কে বা কারা কেন এই ঘটনাটি ঘটিয়েছে; এটি চালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যেত। এখনো চালকের সঙ্গে কথা বলতে পারিনি।’
রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জহিরুল আনোয়ার বলেন, ‘দুপুরে কাপ্তাই হ্রদের পেদা টিংটিং রেষ্টুরেন্টের কাছাকাছি এলাকায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী ট্যুরিস্ট বোটটিকে থামায়। পরে বোট চালকের কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে না পারলে বোটে থাকা পর্যটকদের মোবাইল ফোন নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ পর্যটকদের উদ্ধার করেন আনেন। আক্রান্ত পর্যটকরা চাঁদপুর থেকে বেড়াতে এসেছিলেন।’ কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বলেন, ‘ট্যুরিস্ট বোটে ৬ পর্যটক ছিলেন। তাদের উদ্ধার করে আনা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।’