লংগদু সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৩ ০২:৪২:৩৯ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০১:০৬:০১

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। শান্তিপূর্ণ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে হরতাল, অবরোধ, সন্ত্রাস, সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় রাঙামাটির লংগদু সরকারি মডেল কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

বৃহস্পতিবার ( নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মুসলিমব্লক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়

 

সমাবেশে কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন পারভেজের সভাপতিত্বে এবং ছাত্র প্রতিনিধি আব্দুল আজীজ জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন প্রমুখ

 

সমাবেশে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান বলেন, আওয়ামীলীগ সভাপতি সফল রাষ্ট্রনায়ক বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে সে সময় উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ৭১ ৭৫-এর পরাজিত শক্তির দোসর বিএনপি-জামায়াত। তাই আমরা লংগদু উপজেলা ছাত্রলীগ রাজপথে থেকে ষড়যন্ত্র, সন্ত্রাস নৈরাজ্যে রুখে দাঁড়াবো। আমাদের নেতা দীপংকর তালুকদার এমপির দিকনির্দেশনায় আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। জমায়াত বিএনপি যাতে করে বিশৃঙ্খলা কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা সোচ্চার থাকবো

 

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু বলেন, জন্মলগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালীর স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানী স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার এই ছাত্র সংগঠনটি। জাতির ইতিহাসের প্রায় প্রতিটি অধ্যায়েই রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ বলিষ্ঠ ভূমিকা। ছাত্রলীগ সুসংগঠিত থাকলে বিএনপি, জামায়াত, ছাত্রশিবিরের কোন অস্তিত্ব থাকবে না

 

লংগদু সরকারি কলেজ শাখা ছাত্রলীগকে সুসংগঠিত উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ বলেন, যেকোনো অপশক্তিকে মোকাবিলা করার ক্ষমতা ছাত্রলীগের রয়েছে। বিএনপি একটি অদ্ভুত দল। এরা শুধু নৈরাজ্য-বিশৃঙ্খলাই সৃষ্টি করতে পারে। কিন্তু এবার কোনো ভাবেই তাদের সে সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতাবিরোধী এই অপশক্তিকে রুখে দিবে। সব বাঁধা কাটিয়ে জনগণের সমর্থন নিয়ে আবারো সরকার গঠন করবেন জননেত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত-শিবিরের মদদে দেশব্যাপী জঙ্গিবাদ সন্ত্রাসী হামলা চালাতে পরিকল্পনা করছে দেশবিরোধী চক্র। এটা কখনই মেনে নেওয়া হবে না। লংগদু উপজেলা কোনো জামায়াত-বিএনপির আশ্রয় হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সব দেশবিরোধী চক্রকে প্রতিহত করবে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি

 

এসময় মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন বলেন, বিএনপি-জামাতের সমাবেশ মানেই অগ্নিসংযোগ, সন্ত্রাস, খুন, হয়রানি। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ওই সমাবেশ, হরতাল, অবরোধ ঘিরে লংগদুতে কোনো ধরনের অঘটন ঘটলে ছাত্রলীগ তার দাঁতভাঙা জবাব দিবে। জঙ্গিবাদ সন্ত্রাস-নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ

 

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে এই অপশক্তির বিরুদ্ধে আগেও অবস্থান নিয়েছিল এবং ভবিষ্যতেও তাদের অবস্থান অব্যাহত থাকবে। ছাত্রলীগ কখনোই বিএনপি তাদের দোসর অপশক্তিকে ক্ষমতায় যেতে দেবে না

 

বিক্ষোভ সমাবেশে লংগদু সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সুমন, সাদিয়া সুলতানা দিয়া সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন