লংগদুতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২৩ ০৭:৪২:৫৪ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:১০:১৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সমালোচিত বিতর্কিত একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী জনতার মধ্যে সংহতির প্রকাশ ঘটেছিল। সংঘটিত এদিনের ঘটনা জাতীয় রাজনীতিকে যে ওলটপালট করে দেয় তার রেশ থেকে আজও মুক্ত হতে পারেনি বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবেই পালন করে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুতে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করা হয়েছে

 

মঙ্গলবার ( নভেম্বর) সন্ধ্যায় ঘটনাবহুল এই দিবসটি পালন উপলক্ষে উপজেলার বাইট্টাপাড়া বাজার সংলগ্ন আওয়ামী যুবলীগের কার্যালয়ে মুক্তিযোদ্ধা সৈনিক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়েছে

 

লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম এর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রাকিব হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম খাঁ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন পাশা প্রমূখ

 

সভায় জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ-সভাপতি হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চাঁন মিয়া, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পেশাজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন

 

পরে জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়