কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৩ ০২:৪৮:৪৯ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০২:৫৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী(রাঙামাটি)পুলিশ-জনতা ঐক্য করি,স্মাট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষ্যে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী, মতবিনিময় সভা, সনদ ক্রেস্ট বিতরণ করা হয়েছে

 

শনিবার ( নভেম্বর ) সকালে কাউখালী অটোটরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অটোটরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়

 

কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান তিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দাসাদিয়া নূরীয়া অন্যান্যর ধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারর‌্যান  অংপ্রু মারমা,কাউখালী উপজেলাআওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার,বিআরডিবির চেয়ারম্যান  বেলাল দ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম দ্দিন, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দীন সহ এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গগণমাধ্যম কর্মী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

 

আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য পূর্বশর্ত হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের পাশাপাশি সেই কাজটি করছে কমিউনিটি পুলিশ মাদক বাল্যবিয়ে প্রতিরোধসহ শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

 

এসময় কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী সাধারন জনগণ কে পুলিশবাহিনীকে ভয় না পেয়ে বন্ধু ভেবে সমাজে সকল অপরাধের তথ্য দিয়ে সহযোগীতা করার আহব্বান জানান

 

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার কাউখালী থানার ইন্সপেক্টর মোঃ রোমান উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন কে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়