খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০১৮ ০৬:২৮:০৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:২৬:১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়াসহ বিএনপি নেতাদের জড়িত করে রায় দেয়ার প্রতিবাদে ও রায় বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। শনিবার সকালে খাগড়াছড়ি সদরের কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে যেতে চাইলে গণপূর্ত ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল আলম সুমনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপিকে যদি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষী করা হয় তাহলে পিলখানা হত্যাকা-ের জন্য দেশবাসী একসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের মন্ত্রীদের বিচার করবে। অবিলম্বে তারেক জিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে দেওয়া রায় বাতিলের দাবি জানানো হয়।