সিএইচটি টুডে ডট কম ডেস্ক। শিক্ষা
দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে “শাসকগোষ্ঠীর সেবাদাস তৈরীর ঔপনিবেশিক শিক্ষা
এবং জাতীয় অস্তিত্ব রক্ষার
সংগ্রামে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা
করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
(পিসিপি), পানছড়ি উপজেলা শাখা।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩)
সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত
আলোচনা সভায় পিসিপির পানছড়ি
উপজেলা শাখার সহসভাপতি পরেশ
ত্রিপুরার সভাপতিত্বে ও সদস্য দেবাশীষ
চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস
ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর পানছড়ি ইউনিটের
সংগঠক হরি কমল ত্রিপুরা,
গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি
উপজেলা শাখার সভাপতি রিপন
ত্রিপুরা, পার্বত্য নারী সংঘের পানছড়ি
উপজেলার সভাপতি মিনতি চাকমা,
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি
জেলা শাখার সহসভাপতি মিঠুন
চাকমা।
সভায় ইউপিডিএফ সংগঠক হরি কমল
ত্রিপুরা বলেন, বাংলাদেশের বর্তমান
শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা
চরম বৈষম্য, শিক্ষা নিয়ে বাণিজ্যসহ
নানা অনিয়ম দেখতে পাই। এখানে
প্রকৃত সংগ্রামী ইতিহাসের ধারণা তেমন দেওয়া
হয় না। বিশেষ
করে পার্বত্য চট্টগ্রামের যে গৌরবোজ্জ্বল সংগ্রামী
ইতিহাস রয়েছে সেগুলো আমাদের
পাহাড়ের ছেলে-মেয়েরা পাঠ্যপুস্তকে
পড়তে পারে না।
তিনি বলেন, আমাদের শুধু
প্রতিষ্ঠানের পাঠ্য বই পড়লে
হবে না। এর
বাইরে আমাদের পার্বত্য চট্টগ্রামের
ইতিহাস সম্পর্কে জানতে হবে।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা যে একসময় স্বাধীন
জাতি হিসেবে মুঘল, ব্রিটিশদের
সাথে বীরত্বপূর্ণ লড়াই সংগ্রাম করেছেন
সেই ইতিহাস জেনে আমাদের
ছাত্র সমাজকে লড়াই সংগ্রামে
ঝাঁপিয়ে পড়তে হবে।
ছাত্র নেতা মিঠুন চাকমা
বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থা খুবই
নাজুক। শিক্ষাপ্রতিষ্ঠানে
চরম শিক্ষক সংকট রয়েছে। জেলা
পরিষদ কর্তৃক ঘুষ-দুর্নীতির
মাধ্যমে অদক্ষ শিক্ষক নিয়োগ
দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস
করা হচ্ছে। এতে
পাহাড়ি শিক্ষার্থীরা সঠিক পাঠদান ও
সুশিক্ষা পাওয়া থেকে বঞ্চিত
হচ্ছে।