সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে হিল এর উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৭,বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮,শিশু সুরক্ষা ও অধিকার, জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল" আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে"।
সোমবার(২৪জুলাই) সকালে জেলা সদরে মিলনপুরস্থ হিলটপ হোটেল এন্ড রেস্টুরেন্ট'র সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ গ্রীণহিল সংস্থা'র সমন্বয়ক টিটো তালুকদার'র ব্যবস্থাপনায় দিনব্যাপী ওরিয়েন্টেশন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান।
উদ্বোধনের পরপরেই জেন্ডার বিষয়ক ধারণা,যাচাই, শিশু সুরক্ষা, অধিকার সুরক্ষায় বাংলাদেশের আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
দ্বিতীয় পর্বে খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা। তিনি বাল্যবিবাহ, নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ে উপস্থাপন করেন।
এ ওরিয়েন্টেশনে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ জেলা'র বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।