সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন'র (ইপসা) সহায়তায় মঙ্গলবার (১১ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলাধীন পেরাছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই আলোচনা সভা ও বিশেষ সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রানু চাকমা।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এএফডব্লিউও শাহানাজ সুলতানা, এফপিআই অংক্যজাই মারমা ও সোহেল ত্রিপুরা, এফডব্লিউভি সোহাগ চাকমা ও প্রতিভা চাকমা, ইপসা সুখী জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর পেহেলি চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার ইপসা সুখী জীবন প্রকল্পের রিসোর্স পুলের সদস্য প্রমুখ।
"জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন" স্লোগানে এবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।