খাগড়াছড়ির রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশঃ ০৪ জুলাই, ২০২৩ ০৫:১৪:৪৩ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:১৬:১১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক (ফেনী হ- ১১-৬০৮৬ ) নিহত হয়েছেন।

 

সোমবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রামগড় প্রধান সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম রামগড়ের কালাডেবার সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভগ্নিপতির মোটরসাইকেল চালিয়ে সোনাইপুল যাচ্ছিলেন জাহিদুল। রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝখানে গর্তে পড়ে মোটর সাইকেলে থেকে ছিটকে যান তিনি। এসময় সামনে থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক (চট্ট মেট্রো অ-১১-০৯৬৩) চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের।

 

রামগড় থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।