মহালছড়িতে তথ্য আপা'র বিশেষ উঠান বৈঠক

প্রকাশঃ ২৮ জুনe, ২০২৩ ০৮:২৬:৪৫ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:৩৪:০৩

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন  উপজেলা তথ্য কেন্দ্র'র  আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আজ ২৭ জুন মঙ্গলবার সাড়ে ১২ টায় মহালছড়ি টাউন হলে সুইহলাঅং রাখাইন পিপলু'র সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খাঁন। স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি তথ্য সেবা কর্মকর্তা ইতি চাকমা।


আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপা কাজ করছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। আলোচনা বক্তারা তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে বিনামূল্যে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদন পত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, কৃষি, শিক্ষা, ব্যবসা, চিকিৎসাসহ গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহিত পণ্য বিক্রয়ের মার্কেটপ্লেস পরিচালনা করার সেবা প্রদানের কথা তুলে ধরেন। গতিশীল উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।