উন্নয়ন মেলায় মিলছে বিদ্যুৎ বিভাগের নানা সুবিধা

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০১৮ ১২:৫১:২১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৫:১৬:০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এই বারের উন্নয়ন মেলাতে বান্দরবানবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে বান্দরবান বিদ্যুৎ বিভাগ। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে সময় লাগছে মাত্র ২দিন। জাতীয়তা পরিচয় পত্র (এনআইডি), ৩ কপি ছবি, জমির দলিলের কপি নিয়ে যে কেউ মেলা প্রাঙ্গণে বিদ্যুৎ বিভাগের স্টলে যোগাযোগ করলেই মিলছে নতুন বিদ্যুৎ সংযোগ।

শুধু তাই নয় এবারের উন্নয়ন মেলায় বিদ্যুৎ বিভাগের স্টলে মিটার রিডিং সংক্রান্ত সমস্যার সমাধান, বিদ্যুৎ বিল কিস্তির মাধ্যমে প্রদানের সুবিধাসহ বিভিন্ন প্রকার সেবা তাৎক্ষণিক মিলছে।

এই বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী চিংহ্লা মং মার্মা জানান, ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বান্দরবান বিদ্যুৎ বিভাগের স্টলে আমরা গ্রাহকদের বিভিন্ন সেবা  প্রদান করছি। ২ দিনের মধ্য নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার রিডিং সংক্রান্ত সমস্যার সমাধান, বিদ্যুৎ বিল কিস্তির মাধ্যমে প্রদানের সুবিধাসহ বিভিন্ন প্রকার সেবা আমরা প্রদান করছি, আমরা চাই এই মেলার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চে সেবা দিতে।