লংগদু শিক্ষা অফিসের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ০২ জুনe, ২০২৩ ০৬:২০:৩৮ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০২:১১:০৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)পার্বত্য জেলার রাঙামাটির লংগদুতে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সমন্বয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

 

বুধবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন শীর্ষক স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর উপস্থিতিতে একদিনর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক উপজেলা  চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, "একটি জাতির উন্নতির প্রধান নিয়ামক হলো শিক্ষা। আমাদের দেশের বৃহৎ জনশক্তিকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। শেখ হাসিনা সেই স্বপ্নের প্রধান কারিগর। আগামী ৪১ সালের মধ্যে উন্নত শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।"