প্রকাশঃ ২৮ মে, ২০২৩ ০১:৩৮:০৩
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। মধ্যে রাতে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ভোর ৩টার সময় বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে লংগদু ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্র পাত ঘটে।
আগুনে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল।
লংগদু ফায়ার ষ্টেশনের কর্মকর্তা সেলিম জানান, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি, প্রায় ৪০থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
লংগদু
উপজেলা
নির্বাহী কর্মকর্তা আকিব
ওসমান
বলেন,
ঘটনাস্থল পরিদর্শন করা
হয়েছে
এবং
বাজার
কমিটির
মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা
নেওয়া
হয়েছে।
প্রশাসনিক ভাবে
অতিদ্রুত সহায়তা
প্রদান
করা
হবে।