তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: নোমান

প্রকাশঃ ২৬ মে, ২০২৩ ০৬:১৫:৩১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:৪৩:২০

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। সরকার সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে মুখে সংবিধান সম্মত নির্বাচনের যে বাণী শোনাচ্ছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

 

শুক্রবার বিকেলে টায় খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় জেলা বিএনপি আয়োজিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা সংযোজিত না হওয়া পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির কর্মসূচিতে জনগণের উপস্থিতি দেখে আওয়ামীলীগ দিশেহারা বলেও মন্তব্য করেন তিনি। 

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে জনসমাবেশে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন