রামগড়ে স্কেভেটর উল্টে চালকের মৃত্যুর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২২ মে, ২০২৩ ০৮:০২:৩০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:০২:০৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের মৃত্যুর ঘটনার থানায় মামলা হয়েছে।নিহতেন বড় ভাই মোহাম্মদ নুর নবী বাদী হয়ে ৫জনকে আসামী করে রামগড় থানায় মামলা দায়ের করেন।

 

নিহতের নাম মো: মিজানুর রহমান (৩৩) সে নোয়াখালী জেলার কবির হাট থানার মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্ধা নুরুজ্জামান এর ছেলে। মামলার আসামীরা হলেন, ) আব্দুল লতিফ মেম্বার (৫৫), পিতা হোসেন আলী, সে উপজেলার ২নং পাতাছড়া ইউপির ৩নং ওয়ার্ড সদস্য ) মোঃ আনোয়ার (২৫), পিতা পান্না মিয়া, সে মানিকছড়ি উপবেলার গচ্ছাবিল গ্রামের বাসিন্ধা। ) মোঃ আব্দুর রহিম রিপন (২৮), পিতা মোঃ আব্দুল কাদের, সে ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার জগতপুর গ্রামের বাসিন্ধা। ) মোঃ খোকন (৪০) পিতা অজ্ঞাত সে চট্টগ্রাম জেলার সন্দিপ উপজেলার বাসিন্ধা। ) ফেরদৌসী বেগম (৪০), পিতা আব্দুল মান্নান প্রকাশ পিসি মান্নান।

সে রামগড় উপজেলার তালমনি চাষী নগর গ্রামের বাসিন্ধা এবং ওই পাহাড়ের মালিক।

 

মামলায় অজ্ঞাতানামা আরো / জনকে আসামী করা হয়েছে। মামলার এজহারে নিহতের বড়ভাই অভিযোগ করেন, তার ছোট ভাই মিজানুর রহমান (৩৩) স্কেভেটর চালক ছিলেন।পাতাছড়া ইউপি সদস্য আবদুল লতিফ গাড়িটি দৈনিক ২৫ হাজার টাকা ভাড়া প্রদান শর্তে মো: আনোয়ার থেকে ভাড়ায় আনেন। এরআগে গাড়িটির মালিক মো: খোকন অনৈতিক লাভের আশায় মো: আনোয়ারের নিকট ভাড়া দেন। ঘটনার দিন রাতে ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালমনিপাড়ার পান্না কলোনীর ফেরদৌসি বেগমের টিলায় মাটি কাটার সময় গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের পার্শ্বে পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার ভাইয়ের মৃত্যু হয়।

 

অভিযোগে তিনি আরো বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ পাহাড়ী এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে আর্থিক সুবিধার পাওয়ার উদ্দেশ্যে সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করে পরিবেশ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত অবৈধভাবে কাউকে না জানিয়ে দিনের পর দিন পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে।তার সরলমনা ছোট ভাই মিজানুর রহমানকে বিবাদীগণ ষড়যন্ত্র করে বিপদজনক পাহাড় কাটার জন্য প্ররোচনা দিয়ে পাহাড় কাটতে বাধ্য করে।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, পরিবেশ সংরক্ষণ আইনে নিহতের বড়ভাই থানায় মামলা করেছেন।আসামীদের গ্রেফতারে সম্ভাব্য সকল জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

প্রসঙ্গত, গত শনিবার রাত ১১টার সময় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালমনিপাড়ার পান্না কলোনীর ফেরদৌসি বেগমের টিলা ভূমি কাটতে গিয়ে স্কেভেটর উল্টে চালকের মৃত্যু হয়