রাঙামাটির বরকল উপজেলায় সোলার হোম সিষ্টেম বিতরণ

প্রকাশঃ ২২ মে, ২০২৩ ০৪:১০:৪১ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪৬:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন  বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল  স্থাপনের মাধ্যমে  বিদুৎ  সরবরাহ প্রকল্প ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের  উপকারভোগীদের  সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

আজ রোববার  সকালে বরকল উপজেলার  সুবলং বাজার এলাকায়  বরকল উপজেলার সুবলং ও আইমছড়া  ইউনিয়নের ১০৮০ জন উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ  করেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ,জেলা পরিষদের সদস্য  সুবির কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার  চাকমা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,  সুবলং পুলিশ ফারির ইনচার্জ  আনোয়ার হোসেন।সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।

সোলার  বিতরণকালে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধারাবাহিকতায় বর্তমানে দুর্গম পার্বত্য অঞ্চলের অধিকাংশ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। যেসব দুর্গম এলাকা বাকি রয়েছে, সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, পাহাড়ের আনাচে কানাচে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ চলছে। যেখানে বিদ্যুৎ লাইন বসানো যাবে না, সে সমস্ত দুর্গম পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো হলে সেখানকার দুর্গম পার্বত্য পল্লীগুলোর মানুষ ডিজিটাল সুযোগ সুবিধার অন্তর্ভুক্তির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে পারবেন।